Loading..

নেতৃত্বের গল্প

০৫ মার্চ, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা উডব্যাজ রি-ইউনিয়ন সম্পন্ন।

৪ মার্চ,২০২২ তারিখ চট্টগ্রাম জেলার  রাউজান উপজেলার বয়স্ক স্কাউট উডব্যাজ অর্জনকারিদের রি-ইউনিয়ন আয়োজন করা হয়।স্কাউটিং কার্যক্রমে আগ্রহি এবং এই কাজকে বেগবান করার জন্য সর্বদাই যিনি পরামর্শ দিয়ে থাকেন রাউজান উপজেলার মাননীয় এম,পি, এ, বি, এম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরনায় রাউজান পৌরসভার মেয়র জমিরউদ্দিন পারভেজ এর পৃষ্ঠপোষকতায় উপজেলা স্কাউট কমিটির অনুমোদনক্রমে উপজেলার ৪০ জন উডব্যাজধারীদের নিয়ে এই এই-ইউনিয়নের আয়োজন করা হয়। এই কার্যক্রমে অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্কাউট নির্বাহী কমিটির সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মনিরউজজামান চৌধুরী (সিএএলটি কোর্স সম্পন্নকারি),জেলা স্কাউট সম্পাদক বাবু পিযুস কুমার দে,চট্টগ্রাম স্কাউট সহকারি পরিচালক জনাব ফিরোজ ইমরান, রাঙ্গামাটি জেলা স্কাউট সম্পাদক বিজন কুমার দে।সকাল ৯ঃ০০টায় রাউজান সরকারি কলেজ গেইট থেকে যাত্রা করে কাউখালী উপজেলাস্থ ঘাগড়া ক্যান্টনমেন্ট ক্যাফেটেরিয়াতে যাত্রা বিরতি করে সকালের নাস্তা করা হয়।এর পরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কালচারাল সেন্টার ও জাদুঘর মাঠে ট্রুপ মিটিং করার পরে জাদুঘর পরিদর্শন করেন।পরে রাঙ্গামাটি পর্যটন কেন্দ্র ঝুলন্ত ব্রীজ পরিদর্শন করেন।ওই এলাকাতেই সকল উড ব্যাজারদের অভিব্যক্তি প্রকাশের সুযোগ দেয়া হয়।পরবর্তীতে ডিসি বাঙ্গলো এলাকাতে গিয়ে মুসলিম ধর্মাবলম্বীরা জুমার নামাজ আদায় করেন।নামাজ শেষে মধ্যাহ্ন ভোজ ।এর পরে নৌভ্রমন করতে করতে রাজবন বিহারে উপস্থিত হয়ে বিহার পরিদর্শন করেন বেশীরভাগ স্কাউটার।র‍্যফেল ড্র অনুষ্ঠিত হয় ঐ মাঠেই।আবার নৌ ভ্রমণ।এবার প্রাণ খুলে কোরাস গানে অংশ নেন সকল স্কাউটারেরা।শেষে পলওয়েল পার্ক পরিদর্শন করেন। পলওয়েল পার্কেই কার্যক্রমের সমাপ্তির পূর্বে সকল স্কাউটারেরা লটারির মাধ্যমে তাদের নৈপুন্যতা প্রদর্শন করেন।

এই ধরনের কার্যক্রম নিঃসন্দেহে স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করবে।"প্রকৃতির সাথে থাকি, স্কাউটিংকে জানি"।এই ছিল রি-ইউনিয়নের স্লোগান।