Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ মার্চ, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ

পাতাড়ী ফাযিল মাদ্রাসা কর্তৃক বার্ষিক সেরা শিক্ষক নির্বাচন- ২০২১ "পারফরমেন্স অ্যাওয়ার্ড" গ্রহণ
আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ!! প্রভাষক পদে চাকরির ৫ বছর পূর্তির বছরে সেরা শিক্ষক নির্বাচিত হলাম "জাতীয় পর্যায়ে প্রশিক্ষক ও সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় এবং শিক্ষক বাতায়ন, আইসিটি ও অনলাইন কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করায়"

গত ০১/১১/২০১৬ ইং তারিখ মোতাবেক নওগাঁ জেলাধীন সাপাহার উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাতাড়ী ফাযিল মাদ্রাসায় এনটিআরসিএ কর্তৃক প্রথম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়ে নিয়োগ প্রাপ্ত হই।
কৃতজ্ঞতা প্রকাশ করছি অভিভাবক সমতুল্য শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব মোঃ মাসুদ রেজা শারোওয়ার স্যার, স্বনামধন্য ও শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় জনাব মোঃ সানাউল্লাহ স্যার, উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন ফারুকী স্যার, প্রাণ প্রিয় সহকর্মীবৃন্দ, গভর্নিং বডির সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ, স্নেহের শিক্ষার্থী বৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।
তাঁদের ভালোবাসা ও অনুপ্রেরণায় পাঁচটি বছর চমৎকার ভাবে অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ এ পথ চলায় অনেক অজানাকে করেছি জয়। বেশ কিছু প্রাপ্তিও অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হয়েছে। আমি অনেক কিছু শিখতে চাই যা আমার, আমার প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উপকারে আসবে।
নিয়োগ পরবর্তী দীর্ঘ পাঁচ বছরে কতিপয় অর্জন:-
শিক্ষাগত:-
(১) এম.ফিল, ২০১৮ ইং, (আরবি ভাষায়), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশিক্ষণ/ ই-প্রশিক্ষণ গ্রহণ সমূহ:
(২) ICT Training for Teachers, UITRCE Porsha Upazila, Naogaon -2019
(৩) ICT Based Teachers Training Course, NACTAR, Bogura-2020
(৪) (BTT) বেসিক টিচার্স ট্রেনিং কোর্স- ৫ম, মুক্তপাঠ-2020
(৫) (MMCD)- মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি- তৃতীয় ব্যাচ-2020
(৬) অনলাইন ক্লাস/ মিটিং পরিচালনায় Zoom এর ব্যবহার, মুক্তপাঠ - 2020
(৭) Google Forms & Google Classroom, শিক্ষকের কলাম (ফেসবুক গ্রুপ)-2020
(৮) Basic of Open Broadcaster Software (OBS), শিক্ষকের কলাম (ফেসবুক গ্রুপ)-2020
(৯) Google Forms & Google Classroom, এটুআই ও চট্টগ্রাম অনলাইন স্কুল-2020
(১০) জাতীয় ও আন্তর্জাতিক মানের অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণে অংশ গ্রহন ।
(১১) মুক্তপাঠ থেকে বিভিন্ন বিষয়ের উপর সনদ অর্জন।
প্রাপ্তি বা স্বীকৃতি সমূহ:
(১) উপজেলা পর্যায়ে আইসিটি প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন, ১৪ই ডিসেম্বর-২০১৯ ইং
(২) এম.ফিল (উচ্চতর ডিগ্রী) সম্মাননা স্বারক গ্রহন, ১৬ জানুয়ারি- ২০২০ ইং
(৩) ICT4E জেলা অ্যাম্বাসেডর, নওগাঁ নির্বাচিত, ১৭ আগষ্ট- ২০২০ ইং
(৪) পাতাড়ী ফাযিল মাদ্রাসা কর্তৃক ICT4E জেলা অ্যাম্বাসেডর সম্মাননা স্বারক গ্রহন, ২৯ নভেম্বর-২০২০ ইং
(৫) BMTTI- বিষয় ভিত্তিক প্রশিক্ষণে (অফলাইন) প্রথম স্থান অর্জন, ১১ মার্চ -২০২১ ইং
(৬) BMTTI- অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সে (৮০-১০০/) নম্বর পেয়ে উত্তীর্ণ, ২০জুন- ২০২১ ইং
(৭) BMTTI- অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক মনোনীত (চলমান), ১০জুলাই- ২০২১ ইং
(৮) সেরা অনলাইন পারফর্মার, শিক্ষক বাতায়ন (a2i), ১৫ সেপ্টেম্বর- ২০২১ ইং
(৯) শিক্ষকের কলাম কর্তৃক শুভেচ্ছা স্বারক গ্রহণ, ২৫ ডিসেম্বর- ২০২১ ইং
(১০) শিক্ষার আলো ডট কম কর্তৃক করোনা যোদ্ধা শিক্ষক সম্মাননা গ্রহণ, ২৮ ফেব্রুয়ারি- ২০২২ ইং
(১১) পাতাড়ী ফাযিল মাদ্রাসা কর্তৃক বার্ষিক সেরা শিক্ষক নির্বাচন- ২০২১ "পারফরমেন্স অ্যাওয়ার্ড" গ্রহণ, ২৩ মার্চ- ২০২২ ইং


শিক্ষক বাতায়নে আপলোডঃ
(১) ৯/১০ শ্রেণির আরবি সাহিত্যের ধারাবাহিক আরবি টু আরবি ৬৫টি প্রেজেন্টেশন
(২) ৯/১০ শ্রেণির আরবি সাহিত্যের ধারাবাহিক আরবি টু আরবি ৬০টি ভিডিও কনটেন্ট
(৩) ৯/১০ শ্রেণির আরবি সাহিত্যের ধারাবাহিক আরবি টু আরবি ১৭৫টি অনলাইন ক্লাস
(৪) প্রেজেন্টেশন, প্রকাশনা, ম্যাগাজিন ও শিক্ষায় অগ্রযাত্রাসহ মোট ১২০টি কনটেন্ট
(৫) শিক্ষা বিষয়ক ১০৫টি ব্লগ
(৬) শিক্ষা বিষয়ক ১১৩টি চিত্র
(৭) সর্বমোট পোস্ট ৪০০টি
শিক্ষক বাতায়নে অবস্থানঃ
(১) কনটেন্ট দেখা হয়েছেঃ ৫৩৯৬৯টি
(২) মন্তব্যঃ ১৯৫১৫টি
(৩) প্রোফাইল দর্শন: ১০৪৪৮ জন
(৪) গড় রেটিংঃ ৪.৭১
(৫) বাতায়নের সক্রিয় সদস্য
ICT4E জেলা অ্যাম্বাসেডর হিসাবে অবদানঃ
(১) নিজ সহকর্মীদের অনলাইন ক্লাসের উপর প্রশিক্ষণ প্রদান করি
(২) নিজ প্রতিষ্ঠানের সহকর্মীদের শিক্ষক বাতায়নের সদস্য করি
(৩) নিজ প্রতিষ্ঠানের নামে ফেসবুক পেইজ ও গ্রুপ খুলি অনলাইন ক্লাসের জন্য
(৪) নিজ উপজেলার নামে ফেসবুক পেইজ খুলি অনলাইন ক্লাসের জন্য
(৫) উপজেলার শিক্ষকগণকে শিক্ষক বাতায়নে কাজে আগ্রহী করতে মেসেন্জার গ্রুপ খুলি
(৬) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ICT বিষয়ক যে কোন আহ্বানে সাড়া দিয়ে থাকি ইত্যাদি।
সামনের দিনগুলো যেন আরো সুন্দর ও সমৃদ্ধপূর্ণ হয় এজন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা চাই। আমাকে যারা বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আমার শিক্ষকতা পেশাকে সমৃদ্ধ করতে উদ্বুদ্ধ করে থাকেন তাদের সহ সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অবিরাম শুভ কামনা। আল্লাহ তা'আলা সবাইকে হেফাজত করুন। আমিন।

আব্দুল আলীম
প্রভাষক (আরবি)
পাতাড়ী ফাযিল মাদ্রাসা
সাপাহার, নওগাঁ

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি