গোটা দেশে এ উদ্যোগ ছড়িয়ে যাক-কৃষিবান্ধব বিদ্যালয়
করোনার কারণে ঝরে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। অভাব-অনটনের কারণে মেয়েরা বাল্যবিবাহের শিকার হয়েছে আর ছেলেরা যুক্ত হয়েছে শিশুশ্রমে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ধরে রাখতে পরিবারে আর্থিক সচ্ছলতা থাকা জরুরি। সেটিই বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করে দেখাল রংপুরের তারাগঞ্জ উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্কুল থেকে কৃষির প্রশিক্ষণ পেয়ে সেটি কাজে লাগিয়ে নিজেদের পড়ালেখার খরচ নিজেরাই মেটাচ্ছে তারা। সেই সঙ্গে দূর হচ্ছে পরিবারের আর্থিক অনটনও। নিঃসন্দেহে আনন্দের সংবাদ এটি।
থম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বসতবাড়িভিত্তিক কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবারের খাদ্যচাহিদা পূরণ করার জন্য উপজেলার ২৬টি সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের এখন সবজি চাষের ওপর ১৫ দিন পরপর ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠে সবজির বাগান তৈরি করে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। বেসরকারি সংস্থা ইএসডিও জানো প্রকল্পের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ২০১৮ সাল থেকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের শেখানো পদ্ধতিতে শিক্ষার্থীরা বাড়ির উঠান ও পতিত জায়গায় সবজির চাষ করে স্বাবলম্বী হচ্ছে।
এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে অনেক শিক্ষার্থী সবজি চাষ করছে, মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদেরও এর সঙ্গে যুক্ত করেছে। উৎপাদিত সবজি শুধু বাড়ির প্রয়োজনেই কাজে আসছে না, সবজি বিক্রির টাকা দিয়ে শিক্ষার্থীরা তাদের কাপড়, বই-খাতা-কলমও কিনছে। এর বাইরে পরিবারের ভাগ্যেও পরিবর্তন আসছে। অনেক অভিভাবকের বক্তব্য, ছেলেমেয়ের পড়াশোনার খরচ এখন আর দিতে হয় না। উল্টো সবজি বেচার টাকা দিয়ে অনেকে হাঁস-মুরগি ও ছাগল-বাছুর কিনে আরও বড় কিছু করার স্বপ্ন দেখছে। কৃষির প্রতি শিক্ষার্থীদের এমন আগ্রহ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করছে। স্থানীয় কৃষকেরাও এখন তাদের সবজি চাষের পদ্ধতি অনুকরণ করেন।
বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধের নানা উপায় নিয়ে আমরা আলোচনা দেখতে পাই। সেদিক দিয়ে ইএসডিও জানো প্রকল্পটি অবশ্যই বাস্তবসম্মত ও অধিক কার্যকর। গোটা প্রকল্প জেলা-উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া হোক। অন্যান্য বেসরকারি সংস্থা চাইলে দেশের সর্বত্র এমন উদ্যোগ নিতে পারে। সরকারও চাইলে শিক্ষা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এমন একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারে। আমরা জানো প্রকল্পের এমন অনুসরণীয় উদ্যোগের জন্য তাদের অভিনন্দন জানাই।

মতামত দিন


মোঃ নুরুল ইসলাম
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইল। আমার এ পাক্ষিকেের কনটেন্ট সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করছি।

মোহাঃ আক্তারুজ্জামান
খুবই চমৎকার ও শ্রেণি উপযোগী একটি উপস্থাপনা। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

মোঃ মনিরুল ইসলাম
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কনটেন্ট ,ব্লগ,ও প্রকাশনা দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ মনিরুজ্জামান মিয়া
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কনটেন্ট লিঙ্কঃ https://teachers.gov.bd/content/details/1354848

সৈয়দ মোঃ আব্দুল হাছিব
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা রইল।আমার সকল কন্টেন্ট দেখে পূর্ণ রেটিংসহ আপনার মতামত আশা করছি।

কল্লোল চক্রবর্ত্তী
গঠনমূলক কাজ সব সময়ই প্রশংসা পাওয়ার যোগ্য।স্যার আপনার শ্রেণি উপযোগী ও মানসস্মত কনটেন্ট দেখে আমি খুবই আশাবাদি যে,শিক্ষার্থীদের অবশ্যই উপকারে আসবে। আমার পক্ষ থেকে লাইক ও পূর্ণরেটিংসহ শুভ কামনা রইল। আমার শ্রমকে আরোও গতিশীল করতে আপনার লাইক ও পূর্ণ রেটিংসহ পরামর্শ দেওয়ার জন্য বিনীত ভাবে আশা করছি,কনটেন্ট লিংক http://www.teachers.gov.bd/ content/details/1324449, ধন্যবাদ

মোঃ জুবেদ আলী (রনি)
লাইক ও রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
অনেক সুন্দর উপস্থাপন হয়েছে। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন। আপনাকে অভিনন্দন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভ কামনা রইল। আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। সেই সাথে আমার ৭১ তম কন্টন্টে ভিডিও কন্টেন্ট সমূহ " দেখে সুচিন্তিত মতামত, লাইক ও রেটিং প্রদানের অনুরোধ রইল। আমার ইউটিউব চ্যানেল সাফা এডুকেয়ার হোম ।মোবাইলঃ ০১৯১৭৬৩৬৪৮৬♥️♥️♥️♥️

মুহাম্মদ ইউছুফ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত “তোমাকে পাওয়ার জন্য,হে স্বাধীনতা” কবিতাংশের কনটেন্টটি দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ।

মোঃ জুবেদ আলী (রনি)
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

আঃ আওয়াল
আমি আঃ আওয়াল, প্রভাষক(আইসিটি), ডাঃ আবু বকর হাইস্কুল এন্ড কলেজ, তানোর, রাজশাহী। মোবাঃ 01719404400 আমি শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য। আমি আইসিটি জেলা এ্যাম্বাসেডর হতে চাই, সবার পরামর্শ ও সহযোগীতা কামনা করছি।

মোঃ আলামিন
শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো

মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
অনেক সুন্দর উপস্থাপন হয়েছে। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন। আপনাকে অভিনন্দন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভ কামনা রইল। আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। সেই সাথে আমার ৭০ তম কন্টন্টে ভিডিও কন্টেন্ট সমূহ " দেখে সুচিন্তিত মতামত, লাইক ও রেটিং প্রদানের অনুরোধ রইল। আমার ইউটিউব চ্যানেল সাফা এডুকেয়ার হোম ।মোবাইলঃ ০১৯১৭৬৩৬৪৮৬♥️♥️

মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
অনেক সুন্দর উপস্থাপন হয়েছে। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন। আপনাকে অভিনন্দন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভ কামনা রইল। আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। সেই সাথে আমার ৭০ তম কন্টন্টে ভিডিও কন্টেন্ট সমূহ " দেখে সুচিন্তিত মতামত, লাইক ও রেটিং প্রদানের অনুরোধ রইল। আমার ইউটিউব চ্যানেল সাফা এডুকেয়ার হোম ।মোবাইলঃ ০১৯১৭৬৩৬৪৮৬♥️♥️

উজ্বল কুমার মজুমদার
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। সেইসাথে আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মোঃ ফখরুজ্জামান
স্যার,আপনি মানসম্মত কনটেন্ট তৈরি করেছেন।লাইক পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল।পাশাপাশি আমার এ পাক্ষিকের কনটেন্ট দেখে আপনার সুচিন্তিত মতামত ও রেটিং কামনা করছি।

সামসুন্নাহার
লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিং সহ আপনার মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইলো।

মোহাম্মদ বাবুল হোসেন
পরম শ্রদ্ধাস্পদেষু বাতায়ন প্রেমী, অনিন্দ্য সুন্দর আপনার উপস্থাপন .। .লাইক এবং পূর্ণ রেটিং সহ শুভকামনা ।আপনার সুপরামর্শ আমার কাজের গতিশীলতা উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যয় সর্বদা নিরন্তর। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি । https://www.teachers.gov.bd/content/details/1250646


তাপস চন্দ্র সূত্রধর
?চমৎকার উপস্থাপনা লাইক ও পূর্ন রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইল?। আমার বাতায়ন বাড়িতে ঘুরে আসার জন্য আপনাকে অনুরোধসহ আমন্ত্রণ।

সন্তোষ কুমার বর্মা
সুন্দর কন্টেন্ট উপস্থাপনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এ পাক্ষিকের আপলোড করা কন্টেন্ট দেখার জন্য অনুরোধ করছি।

কোহিনুর খানম
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।কনটেন্ট লিংক-https://www.teachers.gov.bd/content/details/1239601

কোহিনুর খানম
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।কনটেন্ট লিংক-https://www.teachers.gov.bd/content/details/1239601
সাম্প্রতিক মন্তব্য