Loading..

উদ্ভাবনের গল্প

১০ এপ্রিল, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ

ইংরেজি বর্ণ সাজানো

করোনা পরবর্তী বিদ্যালয়ের পাঠদানকে ত্বরান্বিত করতে, শিক্ষার্থীদের শিখত ঘাটতি দূরিকরণে শ্রেণি পাঠদানের পাশাপাশি বিভিন্ন খেলার কার্যক্রম টি চালু রাখি।  ফলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা অতি সহজে অল্প সময়ের মধ্যেই আয়ত্বে আনতে পারছে।  গ্রাম এলাকার শিক্ষার্থী যেখানে বাড়িতে পাঠ্য বই নিয়ে বসে না তাদের স্কুলেই সম্পূর্ণ পড়া শিখিয়ে দিতে হয়। ফলে বেগ পোহাতে হয় অনেক।  ৪৩ জন শিক্ষার্থীকে ২৬ টি লেটার শিখিয়ে এখন মনে হচ্ছে আমি পেরেছি।  এখন প্রত্যেকটা শিক্ষার্থীই যেকোন শব্দের লেটার গুলো পড়তে পারে,লিখতে পারে ও চিহ্নিত করতে পারে।