Loading..

নেতৃত্বের গল্প

১৩ এপ্রিল, ২০২২ ০৭:২৪ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমার নেতৃত্বের গল্প

আসসসালামুয়ালাইকুম ও আদাব । আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু ,প্রধান শিক্ষক , মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ । আজ আমি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ উৎযাপনে আমার নেত্বত্বের গল্প নিয়ে এসেছি । প্রাথমিক শিক্ষা পরিবার, গোমস্তাপুর উপজেলা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমার উপর দায়িত্ব প্রেরণ করেন এবং আমি উপজেলার কিছু গুণী শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পুরো অনুষ্ঠানটি সাজায় এবং উপস্থাপনার কাজে নিয়োজিত হই । অনুষ্ঠানটি দেশের গান, বঙ্গবন্ধুর গান , মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা ঐতিহাসিক ভাষণ ও দেশাত্মবোধক গানের নৃত্য দিয়ে সাজায়। এতে শিক্ষক ও শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন । অনুষ্ঠানটিতে আমার বিদ্যালয়য়ের ১২ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন । মুলত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনপূর্বক মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী কে  ঘিরে পুরো অনুষ্ঠানটি আবর্তিত ছিল । ধন্যবাদ ।