Loading..

নেতৃত্বের গল্প

১৫ এপ্রিল, ২০২২ ০৫:১২ অপরাহ্ণ

ফিরে দেখাঃ বিদ্যালয় পুনঃ চালুকরণ - দ্বিতীয় শ্রেনি/২০২১ খ্রিঃ

আসসালামু আলাইকুম। আমি জেসমিন সুলতানা , প্রধান শিক্ষক (চঃ দাঃ) সাধুর গলগন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় , ঘাটাইল, টাঙ্গাইল । আমার নেতৃত্বের গল্পে আজ থাকছে "ফিরে দেখাঃ বিদ্যালয় পুনঃ চালুকরণ - দ্বিতীয় শ্রেনি/২০২১ খ্রিঃ"। করোনা মহামারীতে বিদ্যালয় দীর্ঘ দিন বন্ধ থাকার কারনে শিশুদের মাঝে গড়ে ওঠা বিদ্যালয় ভীতি , পাঠে অনীহা , জড়তা , ভয় দূর কুরার জন্য বিদ্যালয়  পুনঃ চালুকরণের প্রথম দিন আমাদের গৃহীত সকল কার্যক্রমকে আকর্ষণীয় , নিরাপদ করার চেষ্টা করা হয় । যেমন - শরীরের তাপমাত্রা পরিমাপ, হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করা, ফুল ও সেলিব্রেশন ক্যাপ দিয়ে বরণ করা, মাস্ক বিতরণ, চকলেট, খাতা, কলম বিতরণ, কেক কাটা উৎসব। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার  বিষয়টিও গুরুত্ত্ব সহকারে দেখা হয় । শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মানার অভ্যাস গঠন করাই আমার উদ্দেশ্য ছিল ।এরপর থেকে আজ অবধি শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতিটি কর্মদিবসে এই অভ্যাস বজায় রেখেছে। এতাই আমার সার্থকতা ।