Loading..

নেতৃত্বের গল্প

১৫ এপ্রিল, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

নেতৃত্বের গল্পঃ পহেলা বৈশাখ উদযাপন /১৪২৯

আসসালামু আলাইকুম। আমার নেতৃত্বের গল্পে আজ থাকছে "নেতৃত্বের গল্পঃ পহেলা বৈশাখ উদযাপন /১৪২৯ "।আমার বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪২৯। এর মুল আকর্ষণ ছিল " মঙ্গল শোভাযাত্রা "। শিক্ষার্থীরা ঢোল, পাখা, কুলা, কলস, পাতিল, বাঁশি , ঘুড়ি , ঘূর্ণি ইত্যাদি নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এর মাধ্যমেই গুরুত্ব পায় ইউনেস্কো কর্তৃক " মঙ্গল শোভাযাত্রা" কে বিশ্বের গুরুত্বপূর্ণ " Intangible Cultural Heritage " এর তালিকায় অন্তর্ভুক্ত করার  বিশেষ বিষয়টি । শুভ নববর্ষ ।