Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ এপ্রিল, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ

প্রকৃতি সবসময় গোলাকার শেইপটা বেচে নেয় কেন?

প্রকৃতি সবসময় গোলাকার শেইপটা বেচে নেয় কেন?

ত্রিকোন বা চতুষ্কোণ হয় না কেন?


নেচারের একটা ল আছে সেটা হচ্ছে প্রকৃতির সবকিছুই "stable state" গেইন করতে চায়।কেমিস্ট্রিতে একটা কথা আছে "এনার্জি যত মিনিমাম স্টেবিলিটি তত বেশী"। এজন্য প্রকৃতির সবকিছুই তাদের এনার্জিকে মিনিমাইজ করতে চায়।


গ্রহের ব্যাপারটাই দেখুন,


 শুরুর দিকে গ্রহ গুলা তাপমাত্রা থাকে ভয়ানক রকমের। যার অর্থ এনার্জির পরিমান খুবই খুবই বেশী। শুরুতেই বলেছি প্রকৃতির সবকিছুই চায় "energy minimize" করতে গ্রহের ব্যাপারেও কেইস টা সেম।


এখন প্রশ্ন হচ্ছে কোন জিওমেট্রিক সেপে এনার্জি "minimized" কন্ডিশনে থাকে?


জ্বী, উত্তরটা হচ্ছে "sphere"।


যেহুতু স্পেয়ারে এনার্জি মিনিমাম থাকে তাই এই সেপটায় আসলে পদার্থ হাইয়েস্ট স্টেবিলিটি গেইন করে।আর এই জন্যই গ্রহ গুলা তাপ রিলিজ করে আস্তে আস্তে সুন্দর " "spherical" আকার ধারণ করে।


শুধুমাত্র গ্রহ না আপনি যদি প্রকৃতির অন্য অন্য জিনিসও লক্ষ্য করেন তাহলে দেখবেন বেশীরভাগ জিনিসই গোলাকার স্টেট টাই ধারণ করতে চায়।


বিশাল গ্রহ থেকে শুরু করে সামান্য বৃষ্টির ফোঁটা সবাই যেন স্টেবিলিটি গেইন করে প্রকৃতিতে টিকতে চাচ্ছে!


আশা করি বুঝাতে পেরেছি।??


টিম বিজ্ঞানপ্রিয়

আরো দেখুন