Loading..

উদ্ভাবনের গল্প

২২ এপ্রিল, ২০২২ ০৩:০২ অপরাহ্ণ

আমি কিছু বলতে চাই (শিক্ষার্থীদের কথা বলার ভীতি বা জড়তা দূর করার কৌশল)

কথা কম বেশি সবাই বলি। কিন্তু মঞ্চে উঠে কয়জন কথা বলতে পারি? জনসম্মুখে কথা বলতে গিয়ে আমরা অনেকেই জড়তা অনুভব করি। এমনিতে যুক্তির পর যুক্তি সাজিয়ে অনেকটা বলতে পারলেও মানুষের সামনে সেটাকে উপস্থাপন করতে পারেন না বেশিরভাগ মানুষ। আমাদের শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে না পড়ে তারই এক ক্ষুদ্র প্রয়াস-"আমি কিছু বলতে চাই।"

         প্রত্যেক বৃহস্পতিবার সমাবেশ শেষে শিক্ষার্থীদের উন্মুক্ত মঞ্চে ছেড়ে দেওয়া হয়। তারা একজন একজন করে মঞ্চে এসে কমপক্ষে এক মিনিট কিছু না কিছু বলে চলে যাবে। প্রথম দিকে অনেক শিক্ষার্থী মঞ্চে এসে কথা বলতে পারতো না। শুধু দাঁড়িয়ে থাকতো। এখন তাদের অনেকের জড়তা কেটে গেছে। এখন তারা নিজের থেকেই কিছু না কিছু বলতে চায়।  আমার বিদ্যালয়ে এই প্রক্রিয়া চলমান। ভবিষ্যতে আমার শিক্ষার্থীরা আরো ভাল কিছু করবে এই প্রত্যাশা করি।