Loading..

উদ্ভাবনের গল্প

০৪ মে, ২০২২ ০৯:২০ পূর্বাহ্ণ

“প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক কমিটি ( PTA)"

“প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক কমিটি ( PTA)" 

প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার  ৩- ১২ বছর বয়সী সকল শিশুর পিতা- মাতা/ অভিভাবক এবং সকল শিক্ষক এই শিক্ষক অভিভাবক কমিটির প্রাথমিক সদস্য থাকবেন।  এই কমিটির সদস্য সংখ্যা হবে ১০ জন( দশ)।

শিক্ষক অভিভাবক কমিটি

PTA ( Teachers Parents Association )

ক্রমিক নম্বর

ক্যাটাগরি

পদবি

সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অভিভাবক সমিতির সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত একজন সদস্য।

সভাপতি

সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অভিভাবক সমিতির সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত একজন সদস্য।

সহ-সভাপতি

সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( পদাধিকারবলে )।

সদস্য -সচিব

সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত একজন শিক্ষক।

সদস্য

৫-৭

সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকগণের মধ্য থেকে সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত ৩ জন পুরুষ অভিভাবক।

সদস্য

৮-১০

সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকগণের মধ্য থেকে সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত ৩ জন মহিলা অভিভাবক।

সদস্য

 

      শিক্ষক অভিভাবক ( PTA) সমিতির সাধারণ সভা বছরে অন্তত ২ ( দুইবার)  অনুষ্ঠিত হবে।  শিক্ষক অভিভাবকদের মধ্যে সু সম্পর্ক তৈরি করে বিদ্যালয়ের কল্যাণে সকল কার্যক্রমে সহযোগিতা করাই এই কমিটির মূল উদেশ্য।   ম্যানেজিং কমিটি  ও শিক্ষক অভিভাবক সমিতি একে অপরের সম্পূরক হিসেবে স্কুলের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন। উভয় কমিটির যুগ্ম সভা আহ্বান করে স্কুলের সার্বিক উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। নির্বাহী কমিটির নিয়মিত সভায় নির্বাহী কমিটির আমন্ত্রণক্রমে উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সরকারী দপ্তরসমুহের মাঠ পর্যায়ের সম্প্রসারণ কর্মীসহ অন্যান্য বিদ্যোৎসাহী ব্যক্তিগন অংশগ্রহণ করতে পারবেন।

 

সমিতি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১। শিক্ষক-অভিভাবকদের মধ্যে সম্পর্ক তৈরি করা।

২।শিক্ষক -অভিভাবকদের যৌথ প্রয়াসে শিক্ষার গূনগত মানোন্নয়নের জন্য গৃহীত উদ্যোগকে জোরদার করা।

৩। বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ডে অভিভাবকদের সম্পৃক্ত করা।

৪। তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।

৫। শিক্ষক-অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্যের মূল্যায়ন করা।

৬। স্থানীয়ভাবে সমস্যার সমাধানকে উৎসাহিত করা।

৭। কল্যাণ ট্রাস্ট গঠন।

কমিটির দায়িত্ব ও কর্তব্যঃ

১। বিদ্যালয় এলাকায় জরিপ কাজ পরিচালনায় সহায়তা করা। বিদ্যালয় গমনোপযোগী শিশুদের বিদ্যালয়ে আনা ও ঝরে পড়া রোধে সার্বিক প্রচেষ্টা চালানো।

২। শিক্ষক-অভিভাবকদের মাঝে সুসম্পর্ক গড়ে তোলা।

৩। বিদ্যালয়ের উন্নয়নের জন্য কল্যান সমিতি গঠন ও সম্পদ সংগ্রহ করা।

৪। স্কুল পরিবেশকে মনোমুগ্ধকর  ও আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সহযোগিতা করা যাতে শিশুরা নিরাপদ সুস্থ ও আনদঘন পরিবেশে শিক্ষালাভের সুযোগ পায়।

৫। অভিভাবকগন নিজেদের সন্তানদের লেখাপড়ার প্রতি যেমন যত্নবান হবেন পাড়া প্রতিবেশীদের সন্তানাদির লেখাপড়ার প্রতি যাতে সমান গুরুত্বসহকারে সহযোগিতা করতে পারে সে বিষয়ে তাদের উৎসাহিত করা।

৬। প্রয়োজন বোধে বিদ্যালয় গৃহ মেরামত করা, বিদ্যালয়ের অঙ্গন পরিস্কার রাখা এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।

৭। শিশুদের মধ্যে মানবিক, ধর্মীয় ও সামাজিক সচেতনতাবোধ আনয়নের জন্য চেষ্টা করা।

৮। বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সহ-পাঠক্রমিক কাজে সংশ্লষ্ট বিদ্যালয় কর্মকর্তাগণকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করা।

৯। প্রাথমিক বিদ্যালয়কে এলাকার সকল পেশাজীবী মানুষ এবং স্থানীয় এলাকাবাসীদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

১০। বিদ্যালয় ত্যাগের কারন অনুসন্ধান করে বিদ্যালয় ত্যাগ রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

১১। উন্নত ধরনের হাঁস-মুরগী পালন, শাক-সবজি চাষ,এবং ফলমূল উৎপাদন ও সমবায় কর্মকান্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পিতামাতার জীবিকার উন্নতি সাধনে সাহায্য করা।

১২। বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস ও সমব্যয়ী মনোভাব গড়ে তোলা।

১৩। শিক্ষক ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সরকারি নির্দেশ অনুযায়ী হোম ভিজিট কর্মকান্ডে সহায়তা প্রদান করা।

১৪। ক্লাস্টার ট্রেনিং আয়োজনে সহকারি উপজেলা শিক্ষা অফিসারকে সহায়তা করা।

১৫। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য সহায়ক তথ্য শীর্ষক পুস্তিকায় উল্লেখিত মা সমাবেশ ও অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক ( শিক্ষক-অভিভাবক সমিতির সাব-কমিটি কর্তৃক ) গৃহ পরিদর্শন প্রভৃতি দায়িত্ব পালন করা।

১৬। গৃহে অভিভাবকগণ যাতে শিশুদের লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করতে পারেন সে বিষয়ে তাদের উৎসাহিত করা।

১৭। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা, জবাবদিহিতা ও সামাজিক মালকানার ধারণা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা।

কমিটির মেয়াদঃ

নির্বাহী কমিটি ৩ বছরের জন্য নির্বাচিত হবে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিন বছর পর্যন্ত কমিটি দায়িত্ব পালন করবে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন পূর্বে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। তবে পুরাতন/বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হওয়ার সাত দিনের মধ্যে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।