Loading..

উদ্ভাবনের গল্প

১৩ মে, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ণ

'আবেদন' নিমাই চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক, পলাশী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।

 

                                              আবেদন

 

                             বঙ্গুবন্ধু ভাবাদর্শের অনুরাগিবৃন্দ ও ভক্তমন্ডলীর প্রতি আমার নিবেদন ইন্টারনের মাধ্যমে শিক্ষাদানের এক অভিনব প্রকল্প বঙ্গুবন্ধুর  সুযোগ্য কন্যা মানবতার মহান নেত্রী গণতন্ত্রের মানষকন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা শুরু করেছেন। যার মাধ্যমে শিক্ষার সুযোগ গ্রামাঞ্চল ও প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে দিয়েছে বঙ্গুবন্ধুর স্বপ্নকে সফল করা সম্ভব হচ্ছে। বঙ্গবন্ধুর সেই চিন্তাকে বাস্তবে রুপায়িত করার জন্য কত পরিশ্রম করছে   তাঁর কণ্যা। প্রতিবন্ধীদের শিক্ষা বৃদ্ধি ও তৎসংক্রান্ত বিশেষ শিক্ষা। সুসহত গ্রাম উন্নয়ন  এবং তার সঙ্গে উপজাতি উন্নয়ন । বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্নিক এবং মুল্যবোধ শিক্ষা। এইসব বিষয়ে আমাদের সুপ্রতিষ্ঠত বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করতে উপযুক্ত পরিকাঠামো।  বাংলাদেশের বিভিন্ন জায়গায়  স্কুল আছে দ্রুগতিতে উন্নতিলাভ করছে।  আমরা দেখতে  যে –পরিমাণে আমরা চেয়েছিলাম, সে- পরিমাণে হয়তো হয়নি, কিন্তু এগচ্ছে- এবিষয়ে কোন সন্দেহ নেই।

বঙ্গবন্ধু  ঐতিহ্য সন্বন্ধে অজ্ঞান থাকা । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মহান নেত্রী গণতন্ত্রের মানসকন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার সুয়োগ তৈরি করছে   ।