Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ মে, ২০২২ ০৬:৫৪ পূর্বাহ্ণ

শিক্ষণীয় ছবি

এক বনে এক শেয়াল ছিল। অনেক দিন ধরে না খেতে পেয়ে তার প্রায় মরা মরা অবস্থা।

সে একদিন পথ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে ভাবছিল, ‘আজ যদি খাবার না পাই তো আমি হয়তো মরেই যাব। কিন্তু কি করে যে খাবার সংগ্রহ করব, সেটাই বুঝতে পারছি না। আমি কয়েক দিন ধরে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছি যে আমার পক্ষে শিকার করা আর সম্ভব নয়। এমনিতেই শিকারগুলো খুব চালাক হয়ে গেছে আজকাল। কিছুতেই ধরা যায় না। আর এই দুর্বল শরীরে কী করে ধরব।’

হাঁটতে হাঁটতে হঠাৎ তার নাকে এলো রুটি আর মাংসের গন্ধ। সে যতটা সম্ভব দ্রুত ছুটে গেল গন্ধটা যেখান থেকে আসছে। গিয়ে দেখে, বড় একটা গাছের ফুটোর মধ্যে কিছু রুটি আর মাংসের টুকরো রাখা আছে।

শেয়ালটি আশপাশে তাকিয়ে দেখল, কয়েকটি রাখাল মাঠে মহিষ চড়াচ্ছে। সে বুঝতে পারল এ খাবারগুলো রাখালদের। কিন্তু শেয়ালের পেটে তখন চনমনে খিদে তার ওপর খাবারের গন্ধে খিদেটা বহুগুণ বেড়ে গিয়েছে।

সে গাছের ফুটোর মধ্যে ঢুকে গপ গপ করে সব খাবার খেতে লাগল।

এদিকে খাবার খেতে খেতে শেয়ালের পেট ফুলে ঢোলের মতো মোটা হয়ে গেল। যখন আর পেটে জায়গা নেই তখন সে ভাবল, এবার তবে ফুটো থেকে বেরোনো যাক।’

কিন্তু চাইলেই কি আর বের হওয়া যায়! যেই সে বের হতে যাবে অমনি তার মোটা পেট গাছের ফুটোয় আটকে গেল। অনেক চেষ্টা করেও আর কিছুতেই বের করতে পারল না।

নিরুপায় হয়ে কাঁদতে লাগল সে। ভাবতে লাগল, ‘রাখাল বালকরা যদি এখন ফিরে আসে আর আমাকে দেখে, তবে আর আস্ত রাখবে না। নির্ঘাত তাকে মেরে ফেলব।’

আরো দেখুন