Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২০ জুন, ২০২২ ০৫:২২ অপরাহ্ণ

TOGETHER(একত্র) বিশ্লেষণ করে কিছু বৈশিষ্ট্য খোঁজার চেষ্টা করি।

TOGETHER

দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ-কথাটা এমন থাকলেও হার খুব কম হয়, জিতই বেশী হয়।পরিবার বা প্রতিষ্ঠানে যে কোন কাজ সকলে মিলে একত্রে করলে কাজটা সহজে,দ্রুত করা যায়। একত্রে কাজ করতে হলে তার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। তাই TOGETHER(একত্র) বিশ্লেষণ করে কিছু বৈশিষ্ট্য খোঁজার চেষ্টা করি।T - Trying our best অর্থাৎ একত্রে কাজ করার সময় দলের প্রত্যেক সদস্যকে তার দায়িত্ব  পালন যথাযথ করার সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে।O-Obeying the rules মানে দলের প্রত্যেক নিজের খেয়ালে কিছু না করে প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।G-Getting our work done  হলো যার কাজ তাকে সেটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।E-Expressing our ideas  হচ্ছে অন্যের মত প্রকাশের পাশাপাশি নিজের মত যথাস্থানে প্রকাশ করতে হবে।T-Thinking kind thoughts বলতে বুঝায় অন্যের জন্য ক্ষতিকর বা কষ্টের কারণ হয় এমন কোন কথা বা কাজ থেকে বিরত থেকে সবার জন্য মঙ্গলজনক হয় সেভাবে ভাবতে হবে।H-Helping others হলো সবার যোগ্যতা,দক্ষতা বা কাজের গতি সমান না।সহকর্মীদের মধ্যে যারা একটু স্লো তাদের পাশে থেকে সহায়তার করা।E-Enriching our minds মানে মনের খোরাকে সমৃদ্ধ করা।ইতিবাচক চিন্তা করা এবং  R-Respecting each other  খুব গুরুত্বপূর্ণ ।নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে হলে একে অপরকে সম্মান করতে হবে।আর এটার অভাব হলে একত্রে কোন কাজ করা সম্ভব হয়।


   তাই আমরা যারা ছোট্ট কোমলতি শিশুটার দায়িত্ব নিয়ে প্রাথমিক শিক্ষার বিভিন্ন লেভেলে দায়িত্ব নিয়েছি, আমরা শিশুটির পূর্ণাঙ্গ বিকাশে এক কিছুই করতে পারবো না।আমরা কেঊ গণিতে ভাল,কেউ ইংরেজি ,কেউবা একাধিক বিষয়ে।কিন্তু কেঊ বলতে পারবে না শিশুর পূর্ণাঙ্গ বিকাশে আমি একাই যথেষ্ট ।এ জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত প্রয়াশ।আসুন বলি-মান সম্মত প্রাথমিক শিক্ষার দায়িত্ব কার-আপনার,আমার,সকলের।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি