Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জুন, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ

আজ সংসদে পাস হচ্ছে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট। যা কার্যকর হবে ১ জুলাই থেকে।

আজ সংসদে পাস হচ্ছে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট। যা কার্যকর হবে ১ জুলাই থেকে।

আজ সংসদে পাস হচ্ছে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট। যা কার্যকর হবে ১ জুলাই থেকে। গত ৯ জুন নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট পাস হবে।

দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরির সভাপতিত্বে শুরু হবে অধিবেশন। এতে প্রস্তাবিত বাজেট পাসের জন্য সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এবারই প্রথম পাচারের টাকা ফিরিয়ে আনার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ব্যবসা-বাণিজ্যের প্রসারে করপোরেট করহার কমানো এবং বিনিয়োগ-কর্মসংস্থান, দেশি শিল্পের বিকাশ ও কৃষিজ উৎপাদনকে প্রাধান্য দেয়া হয়েছে এবারের বাজেটে।

এবারের প্রস্তাবিত বাজেটের মূল প্রতিপাদ্য– ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এনবিআরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা।

করছাড় প্রাপ্তি নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার কোটি টাকা। বৈদেশিক অনুদান ৩ হাজার ২৭১ কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৮১ কোটি টাকা। এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতির ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। আগামী বছরের জন্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬১৭ কোটি টাকা।

আড়াই লাখ কোটি টাকার ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা।

ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়া হবে ৪০ হাজার ১ কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে ৩৫ হাজার কোটি টাকা। এছাড়াও বৈদেশিক উৎস থেকে ঋণ নেবে সরকার।

নিয়ম অনুযায়ী অর্থবিল পাসের পরদিন সংসদে নির্দিষ্টকরণ বিল কণ্ঠভোটে পাসের জন্য দেয়া হয়। কণ্ঠভোটে এ বিল পাসের মাধ্যমেই পাস হবে নতুন বাজেট।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি