Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ জুলাই, ২০২২ ০৬:৫৭ পূর্বাহ্ণ

টেলিভিশন

‘ইডিয়েট বক্স’ বা ‘বোকা বাক্স’। বলছি টেলিভিশনের কথা। বাংলা ভাষায় ‘দূরদর্শন’। বহুদূরের জিনিসকে কাছে এনে দেখায় এই যন্ত্র — তাই এর নাম হয়েছে দূরদর্শন। প্রযুক্তির কল্যাণে ছোট্ট একটা ইলেকট্রনিক বাক্সের মধ্যেই ঢুকে পড়েছিল মানুষ, জীবজন্তু, গাছপালা, প্রকৃতি, সাতসমুদ্র অর্থাৎ তাবৎ দুনিয়া। এগুলো আবার স্থিরচিত্র নয়; এসব নড়াচড়া করছে! চলছে, কথা বলছে! এই প্রযুক্তিগত উপস্থাপনা মানুষের মাঝে বিস্ময় তৈরি করেছিল! কেউ কেউ দূরদর্শন বাক্সকে মনে করতেন ‘যাদুর বাক্স’। বাক্সের পর্দায় দৃশ্যমান ছবি দেখা আর ভেসে আসা শব্দ শোনার জন্য মানুষের মধ্যে যেমন কৌতুহল কাজ করতো তেমনী উত্তেজনা বিরাজ করতো। খুব বেশি দিন আগের কথা নয়, যে সময়টায় মানুষ অবাক বিস্ময়ে টেলিভিশন দেখতো! প্রযুক্তির মাধ্যমে টেলিভিশন এক মুহূর্তে সারাবিশ্বকে গৃহে উপস্থিত করে। টিভিবাক্সে এই ছবি আনার জন্য তখন গৃহে গৃহে দেখা যেতো এ্যান্টেনার। কারণ স্যাটেলাইটের সাহায্য ছাড়া তখন টেরিস্ট্রিয়াল ব্রডকাস্টিং করা হতো অর্থাৎ টেলিভিশন কেন্দ্র থেকে সিগন্যাল প্রেরণ করা হতো দেশের বিভিন্ন স্থানে স্থাপিত কতগুলো সুউচ্চ টাওয়ারে। সেসব টাওয়ার পার্শ্ববর্তী এলাকায় নেটওয়ার্ক বিস্তৃত করতো।

আরো দেখুন