Loading..

নেতৃত্বের গল্প

১৭ অক্টোবর, ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ

আমাদের বিদ্যালয়টি স্বপ্নপুরী

আসসালামু আলাইকুম। আমি শাহানা আফরোজ ডলি, প্রধান  শিক্ষক  এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়  কোটচাঁদপুর, ঝিনাইদহ।  আজ আমি আমার বিদ্যালয় টি কিভাবে স্বপ্নের বিদ্যালয়  হিসাবে গড়ে তুলতে পারি সেই গলপ নিয়ে হাজির হয়েছি ।  করোনা মহামারীর  সময় বিদ্যালয়  বন্ধ   থাকায় শিক্ষার্থীদের পাঠে  সম্পৃক্ত রাখতে বিভিন্ন পেইজে অনলাইন ক্লাস নিয়েছি। হোম ভিজিট  করেছি। ঝরে পরা রোধে  বিভিন্ন  পদক্ষেপ গ্রহণ  করেছি।  ফলশ্রুতিতে পেয়েছি বিভিন্ন সম্মাননা। বিদ্যালয়  টি প্রত্যন্ত  এলাকায় অবস্থিত হওয়া সত্ত্বেও আমি প্রতিনিয়ত শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও উন্নয়নে কাজ করে যাচ্ছি । বিদ্যালয় ,উপজেলা , জেলা , বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে এবং  বিভিন্ন পুরুস্কার পায়। নতুন শপথবাক্য  শতভাগ শিশুকে আয়ত্ত করানো, গণিত ভীতি দূর করানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখি যেন তাদের সুপ্ত প্রতিভা গুলি জাগ্রত করে সৃজনশীলতার বিকাশ ও উন্নয়ন ঘটাতে পারি ।  শ্রেণি পাঠদানের  পাশাপাশি  সহকারীর  পাঠ পর্যবেক্ষণ  করে থাকি। বিভিন্ন  দিবস উদযাপন,  স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন, ক্ষুদে ডাক্তার কার্যক্রম, বৃক্ষরোপন ও ফুল গছের  পরিচর্যা  কেটে থাকি। এছাড়া মুক্তিযুদ্ধের গল্প শোনানো, গণহত্যা  দিবস, শোক দিবস উদযাপন করা  হয়েছে।  এমনি করেই প্রাথমিক শিক্ষার একজন অতন্দ্র প্রহরি হয়ে আমার কোমলমতি , প্রানপ্রিয় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি । ধন্যবাদ ।