Loading..

উদ্ভাবনের গল্প

১৮ অক্টোবর, ২০২২ ০৭:০২ পূর্বাহ্ণ

উদ্ভাবনের গল্প। সঠিক ভাবে পড়তে শেখা। Stories of invention Learning to read correctly। Created by Feroze Ahmed, Assistant Teacher (Mathematics).

উদ্ভাবনী গল্পঃ "সঠিক ভাবে পড়তে শেখা"

আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগতম। আমার উদ্ভাবনী গল্প হচ্ছে " সঠিক ভাবে পড়তে শখা"। বই রিডিং পড়লে শব্দভান্ডার সমৃদ্ধ হয় এবং শব্দচয়ন ও বাক্য বিন্যাসের অভিজ্ঞতা অর্জিত হয়। যত বেশি রিডিং বই পড়া হয়, তত বেশি শব্দভান্ডারে প্রতিনিয়ত নতুন নতুন শব্দ যোগ হতে থাকে। ফলে বই  রিডিংপড়লে শব্দভান্ডার সমৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে। করোনা মহামারীর কারনে দুই বছর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়ালেখা থেকে অনেক দূরে সরে গেছে। আমার শিক্ষার্থীরা বই রিডিং পড়া ভুলে গেছে প্রায়। তাই শিক্ষার্থীরা যাতে বই দেখে পড়তে পারে সে জন্য আমি  প্রত্যেক শ্রেণিতে এক সপ্তাহ "সঠিক ভাবে পড়তে শেখা" কার্যক্রম চালু করেছি এবং আশানরুপ ফল পেয়েছি। এক সপ্তাহ পর দেখলাম যে, প্রায় শিক্ষার্থী সাবলীল ভাবে পড়তে পারছে।