সিনিয়র শিক্ষক
০৪ নভেম্বর, ২০২২ ০৫:৩৭ অপরাহ্ণ
জন্মভূমি
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ ষষ্ঠ
বিষয়ঃ বাংলা
অধ্যায়ঃ প্রথম অধ্যায়
শুভ বিকাল, এডমিন মহোদয়,রেটার মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতাগন, সেরা উদ্ভাবকগণ, বাতায়নের সকল স্যার , ম্যাডামদের নমস্কার। আমার কন্টেন্ট- শ্রেণী-দশম, বিষয়- হিন্দুধর্ম, পাঠ- ‘যোগসাধনা’ ও শ্রেণী-ষষ্ঠ, বিষয়-চারুপাঠ, পাঠ- কবিতা ‘জন্মভূমি’ দেখে আপনাদের মূল্যবান মতামত দেয়ার বিনীত অনুরোধ রইল।
পাঁচটি বছর হয়েগেছে বাতায়নের সাথে যুক্ত আছি, কত পরির্তন দেখেছি ,নতুন নতুন সংযোজন-বিয়োজন দেখেছি, পরিবর্তন হতে দেখেছি। পরিবর্ত হইনি শুধু আমিই , বাতায়নের সেরা ঊদ্ভাবক, সেরা এডমিন, সেরা মডেরেটর, সেরা কন্টেন্ট নিমার্তাগণদেন দৃষ্টি এরিয়ে গেছি এটা আমার দূর্ভাগ্য। আমি হয়ত পারিনি সুন্দর কাজ দেখিয়ে তাদের খুশি করতে। স্কুল,সংসার, ছেলে-মেয় সামলে রাত জেগে কন্টেন্ট তৈরি করেছি। তবে চেষ্টা করেছি মান সম্মত কন্টেন্ট তৈরি করতে। যে কোন কাজে ভুল-ত্রুটি থাকবেই, মার্জনাকরে দয়াকরে আপনাদের মূল্যবান মতামত দিবেন।