Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ নভেম্বর, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ

ট্যানগ্রামে জ্যামিতিক আকৃতি
আইডিয়াঃ ১৫.৩ঃ ট্যানগ্রাম
সংশ্লিষ্ট বিষয়বস্তুঃ জ্যামিতিক আকৃতি।
মূলকথাঃ শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং গণিতের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষে এই ট্যানগ্রাম খেলাটি খেলবে। প্রত্যেক শিক্ষার্থী শিক্ষককে অনুসরণ করে একটা বর্গাকৃতি কাগজ সাত টুকরা করবে এবং এর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের জ্যামিতিক আকৃতি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবে। এই সাত টুকরা ব্যবহার করে বিভিন্ন বস্তুর এবং প্রাণীর আকৃতি এবং ইংরেজি 0 - 9 পর্যন্ত সংখ্যা তৈরি করবে।
উদ্দেশ্যঃ এই কাজ শেষে শিক্ষার্থীরাঃ
সাত টুকরা কাগজ ব্যবহার করে জ্যামিতিক আকৃতি তৈরি করতে পারবে।
বিভিন্ন বস্তু ও প্রাণীর প্রতিচ্ছবি তৈরি করতে পারবে।
ইংরেজি 0 - 9 পর্যন্ত সংখ্যা তৈরি করতে পারবে।
উপকরণ: কাগজ
ফেবু লিংকঃ
কীভাবে একটি বর্গাকার কাগজকে সাত টুকরা করবেন তার YouTube link :
হোস্ট: মাহবুবুল আলম, সহকারী শিক্ষক, হাতিরদিয়া সপ্রাবি, মনোহরদী, নরসিংদী।

আরো দেখুন