Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ নভেম্বর, ২০২২ ০১:২৩ অপরাহ্ণ

বিজ্ঞান, অস্টম শ্রেণি, প্লাটিহেলমিনথেস পর্ব, গোল কৃমি, পাঠ-২ ও ৫। Science, Class Eight, Round Worm, Lessons-২ & ৫।

গোল কৃমি – Round Worm

মানুষের মলের সাথে গোল কৃমি ডিম মাটিতে পড়ে থাকে কিংবা ঘাসে লেগে থাকে। মাঠে চরার সময় গরু, মহিষ, শুকর, এ ডিম গুলো খেয়ে ফেললে গরু, শুকরের অন্ত্র ভেদ করে লার্ভা দেহের অন্যত্র যায় এবং সিস্ট হয়ে মাংস পেশীতে বেঁচে থাকে। মানুষ অসিদ্ধ বা অর্থ সিদ্ধ সিস্টযুক্ত গরুর বা শূকরের মাংস খেয়ে সংক্রমিত হয়। যারা খুব বেশী শিক কাবাব খায় তাদেরও এ রোগ হবার আশংকা বেশী। অন্ত্রে ফিতা কৃমি থাকলে কখনো কখনো পেটে ব্যথা হতে পারে। কৃমির লেজের দিক  থেকে কিছু খণ্ড যা দেখতে অনেকটা শসার বিচির মতো মলের সাথে বেরিয়ে আসে। বিপদ দেখা দেয় যখন ফিতা কৃমি মানুষের ব্রেনে বা মস্তিষ্কে ফিতাকৃমি সিস্ট তৈরি করে। এ শিষ্টগুলো মাথা ব্যথা, খিঁচুনি, ব্যক্তিত্বের পরিবর্তন এমনকি মৃত্যুর কারণ হতে পারে।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি