Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৭ নভেম্বর, ২০২২ ০২:০৫ অপরাহ্ণ

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ দেশের শিক্ষাব্যবস্থায় বেশকিছু গুরুত্বপূর্ণ গুণগত পরিবর্তন আনতে যাচ্ছে। এই পরিবর্তন সম্পর্কে সকল অংশীজনকে পরিপূর্ণ ও সঠিক ধারণা প্রদান করার উদ্দেশ্যে এই অনলাইন প্রশিক্ষণটি ডিজাইন করা হয়েছে। শিক্ষাব্যবস্থার সকল পর্যায়ে একই ধারণা প্রদান করা না গেলে শিক্ষাক্রমের সঠিক ও সফল বাস্তবায়ন অসম্ভব। কাজেই বিষয়টির গুরুত্ব বিবেচনায় শিক্ষাক্রম কাঠামো, শিক্ষাক্রমের ধারণার ব্যাপক বিস্তরণের জন্য প্রশিক্ষণ পদ্ধতিতেও নতুনত্ব আনা হচ্ছে। শিক্ষাক্রম বিস্তরণ একদিকে যেমন সরাসরি বিভিন্ন প্রশিক্ষণ ও প্রচারের মাধ্যমে বিস্তরণ ঘটানো হবে, সেই সঙ্গে আইসিটি ব্যবহার করে বিভিন্ন মিডিয়াতে অনলাইন ও অফলাইন বিস্তরণের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে মুক্তপাঠে এই প্রশিক্ষণটি উন্মুক্ত করা হয়েছে। 

এই কোর্সের উদ্দেশ্য:   
১) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর বিষয়ে সকল শিক্ষক, প্রশিক্ষক এবং কর্মকর্তাদের অবগত করা  
২) জাতীয় শিক্ষাক্রম পরিমার্জন সম্পর্কে অবহিত করা 
৩) জাতীয় শিক্ষাক্রম-এর দর্শন, রূপকল্প, অভিলক্ষ্য এবং যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম সম্পর্কে অবহিত করা

আরো দেখুন