Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ নভেম্বর, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ

শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার, সপ্তম শ্রেণির আইসিটি

বর্তমান সময়ে ইন্টারনেট এমন একটি ব্যবস্থা এটি এমন কোন ক্ষেত্র নেই যেখানে ব্যবহার হয় না ইন্টারনেট বিশ্বের সকল অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো তে ব্যবহৃত হয়ে যাচ্ছে এবং এই শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার অনেক বেশি।

অনেকে হয়তো জানতে পেরেছে করোনাকালীন মহামারীর সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছিলাম। তখন কিন্তু সকল শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে না গিয়ে অনলাইনের মাধ্যমে তারা ক্লাস করতে পেরেছে।

অনলাইনে শিক্ষাকার্যক্রম ব্যবস্থা এমন একটি সহজ বিষয় যেখানে যে কোন শিক্ষক বা শিক্ষার্থীরা অনলাইনে একসাথে যুক্ত হয়ে ক্লাস করতে পারবে। মানুষের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে হয় বেশীরভাগ ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে তেমনি মানুষের অনেক উপকার হচ্ছে।

বর্তমান সময়ে অনলাইন স্কুল কলেজ বিভিন্ন ধরনের বিদ্যার্থীরা নিজেদের বাড়ি থেকেই মোবাইল ল্যাপটপ কম্পিউটারের সাহায্যে অনলাইন ক্লাস করতে সক্ষম হচ্ছে এ সময়ে ইন্টারনেট প্রযুক্তির উন্নতি না হলে শিক্ষাক্ষেত্রে এর সফল ব্যবহার করা সম্ভব হতো না তবে কয়েক বছর আগে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার এত চাহিদা ছিল না তবে কোভিড-19 হওয়ার পর থেকে শিক্ষার্থীরা শিক্ষা বিষয়ক বিভিন্ন ইউটিউব টিউটোরিয়াল বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছে।

বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রদানের অনেক সাশ্রয়ী হয়ে যাচ্ছে মানে ইন্টারনেট এর মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম এ খরচ অনেক কম খুব কম মূল্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার হওয়ার ফলে শিক্ষা মাধ্যমে ব্যাপক চাহিদা সৃষ্টি হচ্ছে এছাড়া ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যে অনেক ধরনের শিক্ষামূলক ইউটিউব টিউটোরিয়াল ও ওয়েবসাইটে টিউটোরিয়াল পাওয়া যায়।

যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি প্ল্যাটফর্ম গুলো ডাটা খরচ করে ব্যবহার করে ঠিক সেরকম ভাবেই বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে অনেক টাকা সাশ্রয় করে।

শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে করার ফলে শিক্ষার্থীরা অনেক সুবিধা ভোগ করতে পারছে যেমন টাকার খরচ কম হচ্ছে এবং সহজেই নিজের ঘরে বসে থেকে ইন্টারনেটে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো ক্লাস করতে পারছে।

আরো দেখুন