Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ নভেম্বর, ২০২২ ০৬:১৫ অপরাহ্ণ

প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বিপদ বা হুমকির কার্যক্রম থেকে নিরাপদ বা মুক্ত থাকার নামই হচ্ছে নিরাপত্তা। কিন্তু তথ্য ও যােগাযােগ প্রযুক্তিতে কম্পিউটার নিরাপত্তা হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার ক্ষতি না হওয়া বরং সিস্টেমকে সুরক্ষা করা সিস্টেমের তথ্যের অপব্যবহার রােধ করা ইত্যাদি। এসবকে নিরাপত্তা বােঝায় অনলাইনে ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে-নিরাপদের সমস্যা দেখা যাচ্ছে। তবে অনলাইনে নিরাপদ থাকার প্রথম উপায় হচ্ছে নিজ সতর্ক থাকা। কেননা সবসময় কিছু অসাধু মানুষ অনলাইনে নিজের পরিচয় গােপন রেখে ঘুরাফেরা করছে তারা সুযােগ পেলে আপনার ক্ষতি করবে। সে কারণে আপনার ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা বিভিন্ন একাউন্ট ইনফরমেশন শেয়ার না করা। অনলাইনে কোনাে massage বা Text box-এ গুরুত্বপূর্ণ তথ্য না পূরণ করা। সবকিছু বিষয়ে সতর্ক থেকে অনলাইন ডেটা ব্যবহার করা। অপরিচিত ব্যক্তির সাথে যােগাযােগ না করা। অপ্রয়ােজনীয় বা লােভনীয় সাইটে প্রবেশ না করাই উত্তম। কেননা এই সাইটগুলাে আপনার তথ্যকে গােপনে ট্রান্সফার করতে পারে। এভাবেই অনলাইনে নিরাপদ থাকা যায়।

আরো দেখুন