Loading..

উদ্ভাবনের গল্প

২৭ নভেম্বর, ২০২২ ০২:৪৩ অপরাহ্ণ

"খেলতে খেলতে শিখবো মোরা, স্বপ্ন মোদের দেশ গড়া।"

শিশুকে যে কোনো একটি বিষয় খেলার মাধ্যমে শেখালে তা দ্রুত তারা আয়ত্ত্ব করতে পারে এবং সেই শিখনটি দীর্ঘস্থায়ী হয়। মজায় মজায় খেলার মাধ্যমে বিদ্যালয় ও শ্রেণির পাঠে মনোযোগী হয়, সর্বোপরি পড়ার প্রতি ভীতি দূর হয়। এভাবে পাঠদানে শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক অর্জনোপযোগী যোগ্যতা অর্জন করে।শিক্ষকের সাথেও সুন্দর, সহজ ও বন্ধত্বসুলভ সম্পর্ক গঠিত হয়। শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ে।