Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জানুয়ারি, ২০২৩ ০২:৪৪ অপরাহ্ণ

জসীম উদ্দীন

কবি জসীম উদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর জন্মতারিখ ১৯০৩ খ্রীষ্টাব্দের ১লা জানুয়ারী।

গ্রামবাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তাঁর কবিতায় পল্লীজীবন বেশি উঠে এসেছে বলে তিনি 'পল্লীকবি' নামে খ্যাত হয়েছেন।তবে জসীম উদ্দীন ছোটদের জন্যও অনেক সুন্দর কবিতা ও গদ্য রচনা করেছেন। তাঁর লেখা ভ্রমণকাহিনি ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর। তাঁর কবিতা ' কবর', কাব্যগ্রন্থ ' নকশী কাঁথার মাঠ'' ও 'সোজন বাদিয়ার ঘাট', ছোটদের জন্য লেখা ' ডালিম কুমার', 'হাসু' ও 'এক পয়সার বাঁশি' বিখ্যাত। তিনি ১৯৭৬ খ্রীষ্টাব্দের ১৩ ই মার্চ ঢাকায় মৃত্যু বরণ করেন।

আরো দেখুন