Loading..

খবর-দার

০১ ফেব্রুয়ারি , ২০২৩ ০৫:০১ অপরাহ্ণ

চলতি মাসেই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি আসছে চলতি মাসে। এতে প্রায় সাড়ে সাত হাজার শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের কথা রয়েছে। তবে, বাড়তে পারে এ পদের সংখ্যা।  এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় কাজ শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

জানা গেছে, ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে অনুমোদন চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে খুব শিগগির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন বলেন, আশা করছি চলতি মাসের মাঝামাঝি বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হবে। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিছু প্রশাসনিক কাজ শেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

জানা গেছে, সাড়ে সাত হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এ সংখ্যা বাড়তে পারে। কারণ, সর্বশেষ নিয়োগে সুপারিশপ্রাপ্ত বেশ কিছু প্রার্থী যোগদান করেননি। শেষ মুহূর্তে এ পদগুলোও যুক্ত হতে পারে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর চলতি মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।