Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০২ ফেব্রুয়ারি , ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

বৃত্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।

জ্যামিতি গণিতের গুরুত্বপূর্ণ অংশ। তাই জ্যামিতির অংশ বৃত্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রইলো।

 বৃত্ত

কোনো সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু ঘুরে এলে যে বক্ররেখা উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে।

বৃত্তের জ্যা

বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজন রেখাংশ বৃত্তটির একটি জ্যা।

বৃত্তের কেন্দ্র

যে স্থির বিন্দুটিকে কেন্দ্র করে বৃত্তের চলমান বিন্দুটি গতিশীল, তাকে বৃত্তের কেন্দ্র বলে।

বৃত্তের ব্যাসার্ধ

বৃত্তের কেন্দ্র থেকে সঞ্চারপথ পর্যন্ত বিস্তৃত রেখাংকে বৃত্তের ব্যাসার্ধ বলে।

বৃত্তের ব্যাস

বৃত্তের কেন্দ্র ভেদ করে যে রেখাংশ উভয়দিকে সঞ্চারপথ পর্যন্ত বিস্তৃত , তাকে বৃত্তের ব্যাস বলে।

বৃত্তের পরিধি

চলমান বিন্দুটির সঞ্চারপথটিকে বৃত্তের পরিধি বলে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি