Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ ফেব্রুয়ারি , ২০২৩ ০৯:২১ পূর্বাহ্ণ

১ টাকা মূল্যে পেট ভরে খেতে পারেন নিম্ন আয়ের এসব মানুষ।

কেউ রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবার কুড়িয়ে খান। কেউ এক বেলা খেয়েই দিন পার করেন। কেউ আবার শুকনো রুটিতেই ভাতের তৃপ্তি নেন। বিচিত্র পেশার মানুষ। গল্প বিচিত্র হলেও ক্ষুধা সবার এক।

দুপুর হলেই তাই লাইন ধরে বসে পড়েন বিদ্যানন্দের ONE TAKA Restaurant এ। সামান্য ডাল ভাত কিংবা সবজি দিয়ে হলেও ১ টাকা মূল্যে পেট ভরে খেতে পারেন নিম্ন আয়ের এসব মানুষ।

লোক দেখানো কাজ ভাবছেন? মোটেও না। গত বছর থেকেই নিয়মিত ভাবে চলছে বিদ্যানন্দের এই প্রজেক্টটি। “কি লাভ এসব করে? গরীব তো গরীবই থাকবে। পারলে স্থায়ী কিছু করেন।"

স্থায়ী কাজ যেমন টেকশই, তেমনি রাতারাতি অর্জন হয়না। আর এই অজুহাত দিয়ে ঘরে বসে দেখতে চাইনা বঞ্চিত মানুষের ক্ষুধার যন্ত্রণা। তাই ডাল ভাত দিয়ে হলেও পাশে দাঁড়াতে চাই প্রতিবেশীর পরিচয়ে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি