Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ ফেব্রুয়ারি , ২০২৩ ০৯:৪৪ পূর্বাহ্ণ

ভূগোলের সংগা

মহাবিশ্বের পৃথিবী নামক গ্রহে আমরা বাস করি। মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি শব্দ “Geography” থেকে ভূগোল শব্দটি এসেছে। ভূগোল বা ‘Geography’ শব্দটি প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটসথেনিস। ‘Geo’ ও ‘Graphy’ এই দুটি শব্দ মিলে হয়েছে ‘Geography’। ‘Geo’ শব্দের অর্থ “ভূ” বা পৃথিবী এবং ‘graphy’ শব্দের অর্থ বর্ণনা। সুতরাং ‘Geography’ শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা।

ভূগোল কাকে বলে?

অধ্যাপক ম্যাকনি (Professor E. A. Macnee) মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলেছেন। তাঁর মোটে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকান্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল।

অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের (Professor L. Dudley Stamp) মতে, পৃথিবী ও পৃথিবীর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। আবার কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবর, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিটার (Professor Carl Ritter) ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি