Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ ফেব্রুয়ারি , ২০২৩ ০৮:২৫ অপরাহ্ণ

আমাদের বিদ্যালয়

আমাদের বিদ্যালয়টি এক শিফট ,শিক্ষক ১০ জনের মধ্যে কর্মরত ৯জন । এইতো সেদিনের কথা  কোভিড-১৯ এর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হল আর  ওদের স্কুলে আসা নাই বাইরে যাওয়া নাই শুধুই ঘর বন্ধিজীবন,২০২১ সাল থেকে আবার যখন কিছুদেনের জন্য স্কুল খুললো ওদের পড়াশুনা তথা বিদ্যালয়ের সবকিছু আনন্দে গানে হৈ-চৈ তে ভরপুর হয়ে গেল ২০২২খীঃ বছরের শুরুটা ওদের নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম পড়াশুনার অবস্থানটা খুব ভালো  না, কোভিড-১৯ কালীন অনেকের বাবা/অবিভাবকের কর্মসংস্থান ছিল না। বিদ্যালয়ে না আসার কারণে অনেকেরই  পড়াশুনার অবস্থা খুব একটা স্বাভাবিক ছিল না , ওদের নিয়ে সারাক্ষন ভাবতাম কিভাবে ওদের নিয়ে আবার পূর্বের মত কাজ করতে পারবো, প্রতি বছর সমাপনী পরীক্ষায় ১৫এর অধিক এ-প্লাস ,ট্যালেণ্টপুল সাধারন বৃত্তি অনেক সুনাম ওদের সাথে জড়িত আছে। আজকের এই ছবিটা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খ্রী ইউনিয়ন পর্যায় ওদের অংশগ্রহন আর পুরস্কার প্রায় ৩০টি ,এখন ভালো লাগছে ওরা আমাদের অহংকার । 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি