Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ ফেব্রুয়ারি , ২০২৩ ০৫:২২ পূর্বাহ্ণ

আই সিটি মিলনমেলা২০২৩।ডাকা টিটিসি।ঢাকা বাংলাদেশ।

আমরা যারা করোনা যোদ্ধা,অনলাইনে ক্লাস দিয়েছি।আইসিটি এ্যাম্বাডেরও সেরা টীচার সবাইকে নিয়া  আইসিটও লার্নিং বিডি এক মিলনমেলার ব্যবস্থা করেছেন।এবং সবাইকে যথাযথ সম্মান করছেন।মাশাআল্লাহ  আপনাদের দোয়ায় আমরা সেখানে যুক্ত হতে পেরে ধন্য।করোনা শুধু  নেয়নি। আবার অনেক কিছু দিল। আমরা অনেক কিছু শিখেছি।আইসিটি নিয়ে কাজ করে অনেক কিঋু জানতে পেরেছিআইসিটিও বাংলাদেশ চলেছে। দেশের আর্থিক উন্নয়নের জন্য একটি সঠিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার অনেকগুলি আইটি নীতিমালা উন্নয়ন করেছে, যা সরকার এবং বেসরকারি কোম্পানির মধ্যে আইটি ও সংযোগবিদ্যার সেবার জন্য একটি ভারসাম্যপূর্ণ কার্যক্রম সৃষ্টি করেছে। এছাড়াও বাংলাদেশে আইটি সেক্টর এখন গুরুত্বপূর্ণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিও বাংলাদেশে নিজস্ব কেন্দ্র খোলছে।আরও কিছু জানার আগ্রহ আছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি