Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ মার্চ, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ

জল কম খেলে কী কী রোগ হতে পারে? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন কত পরিমান জল খাওয়া দরকার?

ভাল প্রশ্ন। সাধারনত একজন মানুষ এর ভরকে ৩০ দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে প্রতিদিন তত লিটার পানি পান করতে হয়।

পানি কম পান করলে যে সমস্যা হতে পারে তা হলোঃ

১.তারাতারি ক্লান্ত হয়ে পরা

২.মাথাব্যথা ও মাথাঘোড়া

৩.পেশি দুর্বলতা এবংশারিরিক দুর্বলতা

৪.কিডনি সমস্যা

৫.কোষঠকাঠিন্য

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি