Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৭ মার্চ, ২০২৩ ০৭:০৭ অপরাহ্ণ

নেটওয়ার্ক টপোলজি

টপোলজি: তথ্য আদান প্রদানের লক্ষ্যে দুই বা ততোধিক কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকে নেটওয়ার্ক টপোলজি বলে।

বাস টপোলজি: বাস টপোলজিতে একটিমাত্র তার বা ক্যাবল এর দ্বারা সমস্ত কম্পিউটার গুলি নেটওয়ার্ক এর সাথে কানেক্ট করা হয় এবং এর শুরুতে এবং শেষে এক ধরনের ডিভাইস লাগানো হয় যার নাম হল টার্মিনেটর। বাস টপোলজিতে একটিমাত্র কেবল বা তারের মাধ্যমে সমস্ত কম্পিউটার গুলিকে জোড়া হয় যার কারণে বাস টপোলজির সর্বদা সমান্তরালভাবে চলতে থাকে।

বাস টপোলজির সুবিধা:

• এই ধরনের টপোলজি ব্যবহার করলে খরচ সবথেকে কম হয়।

একটি তারের মধ্যেই সমস্ত কম্পিউটার কানেক্ট হওয়ার কারণে, সমস্যা দেখা দিলে সেই কম্পিউটারটি সহজে বদলে ফেলা যায়।

এই ধরনের টোপোলজি তৈরি করা খুবই সোজা।

খুবই অল্প পরিমাণ Cable এর প্রয়োজন হয়।


বাস টপোলজির অসুবিধা

এই টোপোলজি ধির গতিতে কাজ করে।

যদি কোনো কম্পিউটারে সমস্যা দেখা দেয়, পুরো সিস্টেম টিকে Check এবং পরিবর্তন করতে হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি