Loading..

খবর-দার

২৬ মার্চ, ২০২৩ ০৭:৩০ অপরাহ্ণ

বুয়েট ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা প্রাক-নির্বাচনী পর্বের যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।

রোববার বুয়েটের ওয়েবসাইটে নির্বাচিতদের তালিকা প্রকাশিত করা হয়েছে। এতে মোট ১৮ হাজার ৪৯৬ জনকে নির্বাচিত করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১ম শিফটে ৯ হাজার ২৫৯ জন এবং ২য় শিফটে ৯ হাজার ২৩৭ জনকে নির্বাচিত করা হয়।

আগামী ২০ মে প্রাথমিক বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা ২ শিফটে নেয়া হবে। ১ ঘন্টার ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ গ্রুপে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হবে।

প্রাক-প্রাথমিক পরীক্ষা শেষে ২৭ মে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। পরে ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।