Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ মার্চ, ২০২৩ ০৮:৩৭ অপরাহ্ণ

মাদারের ফুল
মাদারের ফুল। লালা টকটকে। দেখতে দারুণ লাগে। মনে হয় পলাশ ফুটেছে। অনেকেই বুল করেন পলাশ ভেবে। মাদার বা মান্দার উদ্ভিদের গায়ে কাটা থাকে।এটি বেশ বড় আকারের গাছ হয়। ফুল থেকে ফল হয়। ফল দেখতে অনেকটা সিমের বিচির মতো। মাদার গাছ দিয়ে সাধারণত বাড়ির পাশে ঘেরা দিতে ব্যবহার করা হয়। কাটা থাকার কারণে গৃহপালিত পশুরা ঘেরা বেড়ায় আঘাত করতে পারে না। 

আরো দেখুন