Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ মে, ২০২৩ ০৬:২৫ পূর্বাহ্ণ

মটকা বা কোলা বা মেটে কোলা

মটাকা বা কোলা একসময়ে গ্রাম বাংলায় ফসল, অর্থ-সম্পদ গচ্ছিত রাখতে ব্যবহার হত। এটার আকার ছোট থেকে অনেক বড় নানা রকম হত। এর মুখটা একটু চাপা ছিল যাতে সহজেই হাত ঢুকিয়ে বড় করে কিছু বের করা না যায়। গ্রাম বাংলায় ফসল কিংবা সারা বছরের ব্যবহারের জন্য চাউল কিংবা ফসলের বীজ এতে সংরক্ষণ করে রাখা হত। অনেকে আবার এটাতে মূল্যবান সম্পদ গচ্ছিত রাখত চোর-ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে।

আরো দেখুন