}গঠন
অনুসারে আগ্নেয় শিলা দুই প্রকার যথাঃ
১। অন্তঃজ
আগ্নেয় শিলা
২।বহিঃজ আগ্নেয় শিলা
}অন্তঃজ
আগ্নেয় শিলাঃ ভূগর্ভের তরল ম্যাগমা যদি কঠিন শিলায় পরিণত হওয়াকে অন্তঃজ আগ্নেয়
শিলা বলে । যেমন, গ্রানাইট ।
}বহিঃজ
আগ্নেয় শিলাঃ অভ্যান্তরীণ ম্যাগমা যদি ফাটল দিয়ে লাভা আকারে বেরিয়ে এসে ঠান্ডা
হয়ে শিলায় পরিণত হওয়াকে বহিঃজ আগ্নেয় শিলা বলে।