
সহকারী শিক্ষক

১৭ মে, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ
সহকারী শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ ভূগোল
অধ্যায়ঃ দ্বিতীয় অধ্যায়
সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহানুপুন্জ্ঞ, অসংখ্য ধুমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত।সূর্য সৌর জগতের কেন্দ্রে অবস্থান করছে। গ্রহগুলো মহাকর্ষ বলের প্রভাবে সুর্যের চারিদিকে ঘুরছে। সৌরজগতের যাবতীয় গ্রহ-উপগ্রহ নিয়ন্ত্রক হলো সুর্য। এই মহাবিশ্বের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ছোট।