Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৭ মে, ২০২৩ ০৩:৪৪ অপরাহ্ণ

মোখা
ঘূর্ণিঝড় ‘মোখা’র অর্থ কী?
‘মোখা’ শব্দের আভিধানিক অর্থ হলো অতি উন্নতমানের কফি। ‘মোখা’ নামটি দিয়েছে আরব সাগরের প্রান্তে অবস্থিত দেশ ইয়েমেন। যদিও ‘মোখা’ শব্দের আক্ষরিক কোনো অর্থ নেই। মোখা ইয়েমেনের একটি বন্দর শহরের নাম। ইয়েমেনের লোহিতসাগর উপকূলের শহর এটি। ঊনবিংশ শতকে ইয়েমেনের প্রধান বন্দরে পরিণত হয় মোখা। শহরটি কফির বাণিজ্যের জন্য সুপরিচিত। মোখা নামে একটি কফিরও নাম আছে। সেই পঞ্চদশ শতক থেকে কফির বড় বাজার ছিল মোখা। এর সুখ্যাতি এখনো রয়েছে।
মোখা তান্ডবলীলা থেকে সুরক্ষিত থাকুক বাংলাদেশ। সবাই সতর্ক ও সাবধানে থাকি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি