Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৮ মে, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

পানাম নগর

পানাম নগর                            

মধ্যযুগীয় সময়কালে ঈসা খাঁর আমলে বাংলার প্রথম রাজধানি ছিল বর্তমান ঢাকার কাছে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে । বড় নগর, খাস নগর এবং পানাম নগর এই তিন নগর নিয়ে গঠিত হয় সোনার গাঁ । এর মধ্যে পানাম নগর বেশি উল্লেখযোগ্য । এই  শহরটি ছিল সভ্রান্ত  ব্যবসায়িদের বাসস্থান । উনবিংশ শতকে ইংরেজ  ব্যবসায়িদের সাথে সোনার গাঁ তে বসবাসকারী ব্যবসায়িরা অসহযগিতা করায়, তাদেরকে বিতাড়িত করে ইংরেজদের সমর্থনকারী ব্যবসায়িদের এখানে বসবাসের সুযোগ দেয় ইংরেজরা এবং তারা এখানে বাসস্থান গড়ে তোলে । এখানে মোট ৫২ টি বাড়ির ধ্বংসাবশেষ পাওয়া যায় মুল রাস্তার দুই ধারে । নিখুত পরিকল্পনার মধ্য দিয়ে তৈরি এই শহরটির কারুকার্যে, রঙের ব্যবহারে এবং 

নির্মাণকৌশলে  গ্রিক এবং মোঘলদের ছাপ পাওয়া 

যায় ।  বাসস্থান ছাড়াও কাছেই অবস্থিত মসজিদ, পান্থশালা, মন্দির, মঠ, গির্জা, গোসলখানা, নাচঘর, চিত্রশালা, বিচারালয়, দরবারকক্ষ এবং পুরাতন যাদুঘর । এছাড়াও আছে ৪০০ বছরের পুরানো টাঁকশাল বাড়ি । পরবর্তীতে সোনার গাঁ তে প্রতিষ্ঠা করা হয়েছে চিত্রকর জয়নাল আবেদিনের সোনারগাঁ লোকশিল্প  জাদুঘর । পুরা সোনার গাঁ এলাকাতে ছড়িয়ে আছে ১৩শ শতক থেকে শুরু করে উনবিশ শতকে তৈরি স্থাপত্য শিল্প । 

আরো দেখুন