Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ মে, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

কংলাক পাহাড় এর চূড়া

কংলাক পাহাড়:

সাজেকের শেষ গ্রাম কংলাকপাড়া। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় ১৮০০ ফুট। রুইলুইপাড়ার শেষ প্রান্তে আছে বিজিবি ক্যাম্প। এখান থেকে প্রায় দুই কিলোমিটার সামনে কংলাক পাহাড়ের চূড়ায় আরেক পাহাড়ি গ্রাম কংলাকপাড়া। সাজেকের হ্যালিপ্যাড থেকে ৩০ থেকে ৪০ মিনিট ট্রেকিং করে কংলাকপাড়ায় যাওয়া যায়। এ গ্রামেও লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। কংলাকপাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়, যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। কংলাক থেকে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত বেশ কাছাকাছি, হাঁটার দূরত্ব প্রায় ২ ঘণ্টার। এ গ্রামের নিচে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আরও কয়েকটি গ্রাম আছে। তবে এ গ্রামগুলো খুবই দুর্গম।

আরো দেখুন