Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ মে, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান এর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষকগনের ফলোআপ সেশন ১৩ মে ২০২৩ সন্ধ্যা ৭.৩০ টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ( বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি) এর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষকগনের জুম অ্যাপ ব্যবহার পূর্বক সাপ্তাহিক প্রথম ফলোআপ সেশন ১৩ মে ২০২৩ সন্ধ্যা ৭.৩০ টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত অনুষ্ঠিতর হয়। চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ এই ফলোআপ সেশনে যোগদেন এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে তাদের অভিজ্ঞতা বিনিময়সহ গৃহীত বিভিন্ন কার্যক্রম ও পদ্ধতি শেয়ার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: কামাল হোসেন। ফলোআপ সেশনের হোস্ট এবং সদর উপজেলা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মাস্টার ট্রেইনার কিশোর কুমার পাল এর পরিচালনায় নতুন কারিকুলাম বাস্তবায়নে করনীয় ও বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষকদের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অপর দুজন মাষ্টার ট্রেইনার ও কো-হোস্ট মোঃ শওকত হোসেন এবং সুলতান মাহমুদ রাসেল। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। শিক্ষকগণের পাঠদানে কোন সমস্যা থাকলে তা প্রতি সপ্তাহে এ ধরনের জুম মিটিং এ আলোচনার মাধ্যমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়। যে সকল শিক্ষকগণ জুম মিটিং এ যোগদান করেনটি তাদেরকে সরকারী নির্দেশনা প্রতিপালনের অুনরোধ জানানো হয়। সঞ্চালক মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

All reactions:
a Paul, Sadia Afrin and 15 others

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি