Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ মে, ২০২৩ ০৮:০৯ অপরাহ্ণ

গ্যালাক্সি

আমরা পৃথিবী নামক একটি গ্রহে বাস করছি।আমাদের পৃথিবী, আরও ৭ টি গ্রহ ও তাদের শতাধিক উপগ্রহ, সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এই ৮ টি গ্রহ ,উপগ্রহসমূহ ও সূর্যকে নিয়েই সৌরজগৎ। কতগুলো গ্রহ-উপগ্রহ ও সূর্যকে নিয়ে যেমন একটি নক্ষত্রব্যবস্থা বা সৌরজগৎ গঠিত হয়, তেমনি এরকম অসংখ্য নক্ষত্রব্যবস্থা নিয়ে গঠিত হয় একটি ছায়াপথ বা গ্যালাক্সি। সূর্য যেমন পৃথিবী ও অন্যান্য গ্রহের আবাসস্থল ঠিক তেমনি গ্যালাক্সি গুলো হল নক্ষত্রদের আবাসস্থল।গ্র হগুলো যেমন সূর্যকে ঘিরে অবিরাম পাক খাচ্ছে, নক্ষত্র গুলোও ছায়াপথে তাদের আপন কক্ষপথে অবিরাম ঘূর্ণায়মান। আকাশগঙ্গা বা মিল্কিওয়ে হল এই রকম একটি ছায়াপথ।

আরো দেখুন