Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ জুন, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ

"গুনগত শিক্ষার মান উন্নয়ন "

গুনগত শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করেন নওগাঁ জেলার জেলা শিক্ষা অফিস। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মহোদয়, সহকারী পরিদর্শক মন্ডলী এবং নওগাঁ জেলার সকল উপজেলা থেকে আগত  এম্বাসেডর গণ।গুনগত শিক্ষার মান উন্নয়নে নতুন কারিকুলামে ষান্মাসিক ও ষামষ্ঠিক মূল্যায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জুমের মাধ্যমে প্রতিদিন তিনটি বিষয়ের উপর এক এক জন এম্বাসাডর সহ ট্রেনার, জেলাশিক্ষা অফিসার,সহকারী পরিদর্শক সহ নির্দিষ্ট বিষয় ভিত্তিক শিক্ষক অংশগ্রহণ করবেন।এর জন্য এম্বাসেডর গণ কন্টেন্ট  তৈরি করে শিক্ষকদের সহযোগিতা করবেন যাতে ষান্মাসিক ও সামষ্টিক মূল্যায়নে সহযোগিতা হয়।এভাবে নতুন কারিকুলামে বাস্তবায়নে নওগাঁ জেলাকে আমরা এগিয়ে নিব।এজন্য জুম আইডি ও পাসওয়ার্ড  ও সময় নির্ধারণ করে দিয়ে দেয়া হয় উপজেলা শিক্ষা অফিসারকে যেন সকল হেড স্যারের মাধ্যমে সহকারী শিক্ষক গন সময় মত অংশ গ্রহন করতে পারেন।

আরো দেখুন