Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ জুন, ২০২৩ ০৭:০২ পূর্বাহ্ণ

৭ম শ্রেনি, সেশন -২ গল্প লিখা

৭ম শ্রেনি, সেশন -২ এ শিশিরের গল্প লিখা।বইয়ে কিছু অংংশ দেয়া আছে।দল তৈরি করে বইয়ে দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে যে যে চরিত্র পেয়েছে সেগুলো দিয়ে বাকি অংশটুকু লিখে ফেলা।এরপর উপস্থাপন করা।এত চমৎকার গল্প লিখতে পাতে ওরা।কাজ না করালে বুঝতেই পারতাম না।সবাই কাজটি শেষ করে প্রত্যেক দল থেকে তাদের পুরো গল্প পড়ে শোনায় এবং কাদের বেশি ভাল হয়েছে আর কাদের দল আর ও ভাল করতে হবে তা নিয়ে আলোচনা করে সেশন শেষ করি।এভাবে দেখা যাবে এদের মধ্যে তৈরি হবে নতুন এ প্রজন্মের কবি,সাহিত্যিক এবং লেখক।নতুন কারিকুলানের উদ্দেশ্যই ত তাই।যে শিক্ষার্থীরা তাদের মেধাকে সৃজনশীলতাকে কাজে লাগিতে ভাল কিছু করবে।

আরো দেখুন