Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ জুন, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ

কম্পিউটার নেটওয়ার্ক

কম্পিউটার নেটওয়ার্ক মানে কি, বিষয়টা অনেক সহজেই বুঝা যেতে পারে যদি আপনি মন দিয়ে বিষয়টা বুঝার চেষ্টা করে থাকেন।

যখন একাধিক কম্পিউটার পরস্পরে কোনো তার বা বেতার (wired or wireless) মাধ্যমে সংযুক্ত (connected) হয়ে থাকে তখন সেটাকেই বলা হয় নেটওয়ার্ক।

সাধারণ দুটি কম্পিউটার পরস্পরে সংযুক্ত থাকাটাকেও নেটওয়ার্ক বলা হয় আবার হাজার লক্ষ কম্পিউটার ডিভাইস পরস্পরে সংযুক্ত থাকলে সেটাও একটি নেটওয়ার্ক।

আর এভাবেই, যখন কম্পিউটার গুলো পরস্পরে কোনো মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে তখন তারা নিজেদের মধ্যে যোগাযোগ (communication), ডাটার আদান প্রদান, শংসাধনের আদান প্রদান ইত্যাদি করতে পারেন।

চিন্তা করবেননা, বিষয়টা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি।

কম্পিউটার নেটওয়ার্ক এর মধ্যে একসাথে একাধিক, হাজার, লক্ষ কম্পিউটার ডিভাইস পরস্পরে সংযুক্ত হয়ে থাকে।

আর নেটওয়ার্ক এর মধ্যে connected থাকা প্রত্যেক computer device গুলোকে বলা হয়

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি