Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ জুন, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ

প্রস্থচ্ছেদে দুটি পৃথক অঞ্চলে বিভক্ত। যথাঃ (i) ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল এবং (ii) সঞ্চয়ী অঞ্চল।

Riccia থ্যালাসের প্রস্থচ্ছেদে দুটি পৃথক অঞ্চলে বিভক্ত। যথাঃ

(i) ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল এবং (ii) সঞ্চয়ী অঞ্চল।


(i) ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল: থ্যালাসের পৃষ্ঠদেশে ক্লোরোপ্লাস্টযুক্ত খাড়া কোষের সারি নিয়ে এ অঞ্চল গঠিত। ক্লোরোপ্লাস্টযুক্ত এ সারিগুলোকে আত্তীকরণ সূত্র বলে। এসব আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু ও লম্বা নালির ন্যায় বায়ুপূর্ণ স্থানকে বায়ু প্রকোষ্ঠ বলে। প্রতিটি বায়ু প্রকোষ্ঠ বায়ুরন্ধ্রের মাধ্যমে বাইরের সঙ্গে উন্মুক্ত থাকে। আত্তীকরণ সূত্রের বাইরের কোষগুলো কিছুটা বড় ও ক্লোরোপ্লাস্টবিহীন থাকে। বর্ণহীন এ কোষগুলো থ্যালাসের উপরিভাগে একটি অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে।


(ii) সঞ্চয়ী অঞ্চল: থ্যালাসের নিম্নাংশ অর্থাৎ ফটোসিনথেটিক অঞ্চলের নিচে এ অঞ্চল অবস্থিত। এ অঞ্চলটি বর্ণহীন প্যারেনকাইমা কোষে গঠিত এবং সাধারণত আন্তকোষীয় ফাঁক-বিবর্জিত। এ সকল কোষে প্রচুর শ্বেতসার কণা থাকে। নিম্নত্বক সুগঠিত। এ থেকে এককোষী রাইজয়েড ও বহুকোষী স্কেল নির্গত হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি