Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ জুলাই, ২০২৩ ০৬:০৭ অপরাহ্ণ

মোবাইল ফোন থেকে প্রিন্ট করার নিয়ম

ডকুমেন্টস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে প্রিন্ট করার নিয়ম

যেকোনো ডকুমেন্টস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে প্রিন্ট করার নিয়ম নিচে দেয়া হল ঃ
  • প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে পেপারকাট মোবিলিটি প্রিন্টার অ্যাপ নামান।
  • অ্যাপটি চালু করুন এবং turn on mobility print app এ ক্লিক করুন।
  • এখন আপনি যেকোনো অ্যাপস থেকে যেকোনো ডকুমেন্টস প্রিন্ট করতে পারবেন। যেটা প্রিন্ট করবেন থ্রি ডট মেনু থেকে সেয়ার অপশনে গিয়ে Print এ চাপুন তাহলে যেকোনো ডকুমেন্টস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে প্রিন্ট করা যাবে।
  • এবার নতুন পেইজে নিয়ে জাবে যেখানে স্ক্যান নিবে এবার প্রিন্ট অপশনে ক্লিক করুন। আপনি যদি পেপারকাট থেকে প্রিন্টপেপার না দেখতে পান তাহলে Show All printer এ ক্লিক করুন এবং মোবিলিটি প্রিন্টার ক্লিক করুন।
  • এবার প্রিন্ট সাকসেসফুল দেখাবে। তবে আপনি যদি অন্য জায়গা থেকে প্রিন্ট করতে চান তবে আপনাকে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে লগইন করে ঢুকতে হবে।

আরো দেখুন