Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ জুলাই, ২০২৩ ০৬:৪৬ অপরাহ্ণ

লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য (আইসিটি-২(১ম)




 

লোকাল এরিয়া নেটওয়ার্ক  (ল্যান)

কম্পিউটার নেটওয়ার্ক  বলতে সবচেয়ে বেশি  লোকাল এরিয়া নেটওয়ার্ক  (ল্যান) এর নাম আসে। সহজেই তৈরি করা যায় বিধায় এর ব্যবহার অনেক। তাই কোনো একটি স্থানের কিছু ইলেকট্রনিক্স ডিভাইসকে একত্রিত করে ঘড়ে ওঠা নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এই ডিভাইস গুলো হতে পারে কিছু কম্পিউটার, কিছু ফোন বা প্রিন্টার।
নিজেদের বসায়, ছোট-মাঝারি অফিস ও ব্যবসা- বানিজ্যে এই ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয় ।

লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য

১. বর্তমানে এর মাধ্যমে সেকেন্ডে সর্বেোচ্চ ১জি.বি পর্যন্ত গতিত তথ্য আদান প্রধান করা যায়।
২. তবে সাধাারন গতি ১০ থেকে ১০০ পর্যন্ত হয়।
৩. সীমিত দুরত্বের মধ্যে এর  কার্যক্রম সীমাবদ্ব।
৪.শ্রেণি সংযোগের মাাধ্যমে কম্পিউটার সংযুক্ত হয়।
৫.ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৬.নেটওয়ার্ক স্হাপন ও রক্ষানাবেক্ষণ সহজ।
৭.খরচ কম ও ব্যবহার করা সহজ।
৮.অনেক ডিভাইসে অ্যাকসেস পাওয়া যায়।
৯. রিপিটার, হাপ, নেটওয়ার্ক  ইন্টারফেস কার্ড ব্যবহার করে নেটওয়ার্ক কার্যক্ষমতা বাড়ানো যায়।
১০.এ নেটওয়ার্কে ডিভাইসসমূহ তারযুক্ত বা তারবিহিন  সংযোগ প্রধান করা যায়।

আরো দেখুন