Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ আগস্ট, ২০২৩ ০১:১০ অপরাহ্ণ

Variable Valve Timing Intelligence (VVT-i)


৩.১। ভালভ মেকানিজম (Vavle Mechanism)

ইঞ্জিনের ভালভ খোলা ও বন্ধ করা হয় কতগুলো যন্ত্রাংশের মাধ‌্যমে। এ যন্ত্রাংশের সমষ্টিকে ভালভ মেকানিজম বা ভালভ ট্রেইন বলে।

-ক‌্যামশ‌্যাফট ঘূর্ণনের এক পর্যায়ের একটি ক‌্যামলুব সংশ্লিষ্ট ট‌্যাপেটের নিচে উপর দিকে ধাক্কা দেয়।

-পুশরডের উপর প্রান্ত রকার আর্মের এক প্রান্তে ধাক্কা দিয়ে উপরে তুলে দেয়।

-এ অবন্থায় রকার আর্মের অপর প্রান্ত ভালভ দন্ডের উপরে নিচের দিকে চাপ দেয়।

-ফলে ভালবটি নিচে নেমে যায় অর্থাৎ নিয়ন্ত্রণাধীন পথটি খুলে যায়।

-ক‌্যাপলুবটি সরে গেলে পুশরড নিচে নেমে যায় এবং রকার আমেৃর উপর আর চাপ থাকে না।

-এ অবন্থায় স্প্রিং এর চাপে ভালভটি উপরে উঠে আসে এবং নিয়ন্ত্রণাধীন পথটি বন্ধ হয়ে যায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি